amar ami - ekakituo


  • আমার আমি আর একাকীত্ব
    হাসিনা আকতার নিগার

    পৌষের হিম হিম শীতে কেন জানি ভারী ভারী ভাবনাগুলো ভাবতে মন চাইছে না। তবু কেন জানি মনের কোনে উকিঁ দেয় নানা কিছু । হয়ত বা বাস্তবতার টানা পোড়েনে জীবনটা এতটাই নিরেট হয়ে গেছে যে, মনের আবেগ , অনূভ’তি কিংবা কল্পবিলাসী মনটা হারিয়ে গেছে নিজের অজান্তে। আজকাল নিজের জন্য খুব বাঁচতে ইচ্ছে করছে একার। মনে হচ্ছে , অনেক তো হলো এবার না হয় নিজের জন্য নিজের মতো করে বাঁচি। একার জীবনের এমন ভাবনা গুলো শুধুই তার নিজের সাথে বলা । রাতের অন্ধকার নেমে এলে আকাশের মিট মিট তারাগুলো হয়ত বা মনের কথা গুলো বুঝে কিংবা বুঝে না। কিন্ত আবার রাত পোহালেই সেই অফিস , সেই কাজ আর জীবনের অনুষঙ্গ গুলো তাড়া করে ফিরবে একাকে।

    একার একাকিত্ব জীবনের গল্পটা সমাজের সাধারন নিয়মের নয় । তবে এমন গল্প শুধু যে তার জীবনে আছে তাও নয়। সমাজের কিছু নিয়ম অনুশাসনকে প্রতিবাদ করে নিজের জীবন সংগ্রামের লড়াইটা সে শুরু করেছে তারুন্যময় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে। আর সে পথটা তখন যেমন কন্টকময় ছিল আজো তেমন আছে । আমাদের পুরুষ শাসিত সমাজে পুরুষ ঘর ভেঙ্গে একা হলে তাতে কিছু যায় আসে না । কিন্তু নারী যখন হয় একা তখন যেন সকল দোষ তার। এখানেই শেষ নয় । পরিবার থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে আজো নারীকে পড়তে হয় নানা প্রতিকুলতাতে। একা আজকাল আর এসব নিয়ে ভাবে না। একজন নারীকে প্রতিনিয়ত উত্তর দিতে হয় ‘আপনার স্বামী কি করে কিংবা সন্তানের বাবা কোথায় ’। আর যখন একার মতো নারীরা বলে আমি আমার মতো থাকি । ঠিক তখনি যেন বিষম খেয়ে যান প্রশ্নকারী। এমন ও দেখা যায় অনেকে আবার এক ধরনের সহানুভূতি দেখবার বাহানা খুঁজে। এক সময় বেশ বিরক্তি হতো একা এসব দেখে । এখন মনে হয় এটাই পুরুষ শাসিত সমাজের ধরন । একাকি জীবন বলেই এ সমাজের অনেক কিছু সে চিনতে পেরেছে। জেনেছে একা মানুষের সংগ্রাম কেমন। যদিও এ জীবনের শেষটুকু তার জানা নেই । হয়ত মৃত্যুতে তার হবে অবসান ।

    কিন্তু জীবনের পথ চলাতে ‘আমার আমি’ কে আবিস্কার করার এই মনোবাসনা অপূর্ন রেখে পৃথিবী থেকে বিদায় নিতে চায় না একা । পার্থিব সংসার জীবনে নিজের জন্য যখন কিছুদিন থাকার ইচ্ছা পোষণ করল তখন সে দেখে , এতটাই একাই যে, তার আশপাশে সত্যিকারের আপন কেউ নেই। কিন্তু এতদিন মনে হয়ত কতজনই না তার জন্য আছে। যখন একান্ত মনের অনূভূতি নিয়ে কিছু প্রিয় মানুষের কাছে হাতটা বাড়িয়ে দিলো ঠিক তখনই জানলো ‘ না কাউকে আপন করার সময় তার ফুরিয়ে এসেছে। সবাই যে বড় ব্যস্ত আপন জগতে । তার প্রতি যে দরদের আকুলতা তা বড্ড বেশী সাময়িক।’

    একার মন চাইছে সমস্ত যন্ত্রনা থেকে মুক্তি নিয়ে সেই ছোটবেলার স্বপ্নকে আপন করে মুক্ত চিত্তে পাহাড় , সমুদ্র বা অরন্যে ঘুরে আসতে । কিন্তু এমন কল্পনার জগতে নাও ভাসতে যে মানুষটি তার পাশে থাকবে বলে তার বিশ্বাস ছিলো আজ সে বলছে , ‘একা এ তোমার কেমন পাগলামি।’ অথচ কত না দিন তারা গল্প করেছে এমন একটি সময়ের জন্য । ছিলো না কোন শর্ত কিংবা নিয়মের বাঁধন । তবে আজ কেন একা পাবে না তার নিজের জন্য একটু সময় ?

    এমনি ভাবনাতে একার নিস্তদ্ধ ঘরে রাতের আধাঁরে কেটে যায় একাকি জীবনের আরো কিছু সময়। এক জীবনের একাকীত্ব সমাজের কাছে প্রশ্নবিদ্ধ বা কটাক্ষ হয় । আরেক জীবনে একার একান্ত সময়ের একাকীত্ব শুধুই তার। তবে কি একার একাকীত্বের গল্পটা তার নিজের হয়েই থাকবে ? যার সাক্ষী সে শুধু নিজেই । আপন মনের এই প্রশ্নের উত্তর যেন তাকে বলে দিচ্ছে ‘ একা তোমার এই একাকীত্বই হলো - আমার আমি ।’

Comments

4 comments